প্রকাশিত: Mon, Jan 8, 2024 9:39 PM
আপডেট: Tue, Jan 27, 2026 2:22 AM

[১]৪১.৮ শতাংশ ভোট পড়েছে চাইলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে: সিইসি

 এম এম লিংকন: [২] প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোট পড়ার শতাংশ নিয়ে সমালোচনাকারীদের ওপর এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমাদের কাছে সব আসনের ফলাফল চলে এসেছে। আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। 

[৩] সোমবার রাজধানীর নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচনের পরের দিন জাপানি  নির্বাচন পর্যবেক্ষকসহ ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এ সময় জাপানি নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ওয়াটানবি মাসাটো, রাষ্ট্রদূত ইতো নাওকিসহ আরো দুইজন নির্বাচন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। 

[৪] জাপানিরা দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণ করে বলেছেন নির্বাচনটা সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে এবং ইসির প্রসংশা করেছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। 

[৫] দুপুর ৩টায় ২৭ শতাংশ ভোট পড়েছে বলে ইসি সচিব আমাদেরকে জানিয়েছিলো এর পর সাড়ে ৫টায় সেটা ৪০ শতাংশ বলে জানালো। এটা কিভাবে হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, টোটাল ২৯৮ টি আসনের রেজাল্ট যখন আসা শুরু করলো তখন ওটা যোগ করলে একটা যোগফল বের হয়, এটা কোন কঠিন কাজ নয়। এই যোগফল একটা এক্সেলে ফেলে দিলে একটা পারসেন্টেন্স বের হয়ে আসে। 

[৬] তিনি আরো বলেন, যখন ২টার সময় বলি তখন এটা পুরোপুরি পার্সেন্টেস না, আবার যখন ৪টায় সময় বলি তখনও এটা পুরোপুরি পার্সেন্টেজ না। এটা কোনভাবেই সঠিক হওয়ার কথা না। তবে এখন সব রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। সেই রেজাল্টের ভিত্তিতে এখন বলতে পারি মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। এটা নিয়ে কারো যদি কোন দ্বিধা থাকে তাহলে তিনি এটা চ্যালেঞ্জ করতে পারে। কেউ যদি মনে করে এটা বাড়িয়ে দেয়া হয়েছে তাহলে সে চ্যালেঞ্জ করলে আমরা তাকে স্বাগত জানাবো। 

[৭] জাপানিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে জাপানের পর্যবেক্ষক দল। তারা বলেছে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক হয়ে থাকবে।

[৮] সিইসি বলেন, জাপানের রাষ্ট্রদূত এবং জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান যিনি একসময় আমাদের দেশে জাপানের রাষ্ট্রদূত ছিলেন তিনি সহ তার সাথে যারা ছিলেন তারা আমাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা। 

[৯] তিনি আরো বলেন, তারা আমাদেরকে বলেছেন আমাদের নির্বাচন নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন ১৫ থেকে ১৬ টি কেন্দ্রে গেছেন আর একজন ৪ থেকে ৫টি কেন্দ্র গেছেন। তারা সেখানে আমাদের যারা পোলিং এর দায়িত্ব ছিলেন তাদের প্রফেশালিজমের সুনাম করেছেন। যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এটা তারা ভূষি প্রশংসা করেছেন। ওরা সুশৃংখল দেখতে পেয়েছেন। তারা বলেছেন এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। 

[১০] সিইসি আরো বলেন, তারা বলেছেন ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনের জন্য আমরা যদি তাদের কাছে কোন সহযোগিতা চাই সেটা তারা দিতে রাজি। সেটা টেকনিক্যালি বা ইলেকট্রনিক্যাল হতে পারে। জবাবে আমরা বলেছি প্রয়োজন হলে আমরা আপনাদের সহযোগিতা নিবো। সম্পাদনা: ইকবাল খান